Blog top image

ডেভেলপার জব নিয়ে বিদেশ আসতে চাইলে করণীয়


দেশের বাইরে যারা প্রোগ্রামার/ডেভেলপার জব নিয়ে আসতে চায়, তাদের জন্য খুব সংক্ষেপে কিছু বিষয় তুলে ধরলাম।  লিস্ট থাকলে ইম্প্রোভ করা সহজ হয়। এগুলা আমার নিজের একান্ত ব্যক্তিগত পর্যবেক্ষণ থেকে লিখা। বাস্তবতা আরো সহজ বা কঠিন হতে পারে। 


যে ৬টা মেজর বিষয় খেয়াল রাখতে হবে 

  • সিভি আপডেট করতে হবে
  • কোম্পানি দেখে এপ্লাই করতে হবে
  • কভার লেটার
  • প্রাইমারি ফিল্টার
  • টেকনিক্যাল ইন্টারভিউ
  • ম্যানেজারিয়াল ইন্টারভিউ

সিভি আপডেট করতে হবে

আপনি যে কোম্পানিতে জব করতে ইচ্ছুক, সেখানে সবার আগে আপনার সিভি চলে যায়। সিভি দেখে পছন্দ হলেই কেবল পরবর্তি ধাপের জন্য আপনাকে ডাকা হবে। তাই সিভি হচ্ছে যে কোন ফার্মে আপনার এন্ট্রি পয়েন্ট এবং এর গুরুত্ব অপরিসীম। আমার মতে একটা ভালো সিভিতে নিচের জিনিষগুলা থাকতে হবে 

  1. সাধারণ একটা ফরমেট। দয়া করে লাল নীল,  চকমকা সিভি পরিহার করুন 
  2. আপানর সাথে যোগাযোগ করার জন্য ব্যাক্তিগত ইমেইল এবং ইন্টারন্যাশনাল কোড দিয়ে মোবাইল নাম্বার 
  3. আপনি কিসে এক্সপার্ট, সেটা অল্প কথায় শুরুতেই বলে দেয়া 
  4. আপার যদি এক্সপেরিয়েন্স থাকে তাহলে প্রতিটা এক্সপেরিএন্স এর স্টার্ট ডেট এবং এন্ড ডেট দিয়ে কাজের সংক্ষিপ্ত বর্ননা 
  5. লেটেস্ট ডিগ্রির বিস্তারিত দেয়া, মানে শুরু ডেট, শেষ করার ডেট, CGPA ইত্যাদি । ক্লাস ফাইভে , এইটে, মেট্রিকে কি করেছেন, সেটা নিয়ে কেউ খুব একটা মাথা ঘামাবে না  
  6. আপানর পরিচিত সব থেকে ভালো ২টা রেফেরেন্স এর কথা উল্লেখ করতে পারেন 
  7. লিঙ্কড ইনের সিভির ফরমেট বেশ ভালো 

কোম্পানি দেখে এপ্লাই করতে হবে

কোম্পানি দেখে এপ্লাই করতে হবে মানে হচ্ছে, সব কোম্পানি বাইরের দেশ থেকে ডেভেলপার হাইয়ার করে না, যারা করে তাদের ভিসা স্পন্সর করার ক্ষমতা থাকে। তাই কেবল যাদের ভিসা স্পন্সর করার ক্ষমতা আছে, তাদের কোম্পানিতে বেশি করে এপ্লাই করা উচিত।


কভার লেটার

কভার লেটার বা এপ্লাই করার সময় যে ইমেইল দিবেন, সেই লেখাটা একটু ভালো করে সুন্দর করে লিখে দিলে যে পড়ে,  তার অন্তরে দয়া হয় এবং আপনার ইন্টারভিউতে ডাক পাওয়ার চান্স বেঁড়ে যায়। 


প্রাইমারি ফিল্টার

প্রাইমারি ফিল্টার এর জন্য সহজ থেকে মিডিয়াম মানের প্রোগ্রামিং প্রবলেম সল্ভ করার কোণ বিকল্প নাই। অনেক কোম্পানি আবার প্রজেক্ট দেয়, যদি প্রজেক্ট দেয়, তাহলে সময় যাই দেয়া হোক না কেন, আপানর জীবনের বেস্ট কোড এবং ভালো কোডের যত গুনাবলি  আছে সব দিয়ে প্রজেক্ট করে দিবেন। 


টেকনিক্যাল ইন্টারভিউ 

প্রিপারেশন ছাড়া ঘুমের মধ্যে ইন্টারভিউতে যাবেন না। আপনি অনেক কিছু জানলেও সময় মত বলতে না পারলে কোন লাভ নাই, তাই যা জানেন তার সবটুকু সুন্দর করে মাথায় ঘুছিয়ে নিয়ে ইন্টারভিউতে চলে যান।


ম্যানেজারিয়াল ইন্টারভিউ

আমার বেশ কয়েকটা জব হয় নাই এই বালের ম্যানেজারিয়াল ইন্টার্ভিউ দিতে গিয়ে। কোন ভাবেই মিথ্যা কিছু বলবেন না তবে  কোন কিছুই ১০০% সত্য বলতে যাবেন না। সত্যকে একটু মার্জিত/পরিবর্তিত করে ইন্টাভিয়ারয যা শুনতে চায় তা শুনিয়ে দিবেন। ইন্টারভিউয়ার শুনতে চায় আপনি

  • পরিশ্রমী
  • টিম প্লেয়ার
  • সব সময় বসের কথা মত কাজ করেন
  • কেয়ামত পর্যন্ত এই কোম্পানিতে কাজ করে যাবেন
  • আপনার খারাপ গুন হচ্ছে শুধুমাত্র বেশি বেশি পরিশম করা
  • আপনার জীবনের লক্ষ্য হচ্ছে পরের কোম্পানিকে গুগল বা ফেসবুক বানিয়ে দেয়া 
  • স্যালারি নেন শুধু খেয়ে বেঁচে থাকার জন্য, কাজ হচ্ছে আসলে আপনার প্যাশন 

চিটশিট 

  • যে কোম্পানিতে এপ্লাই করতেছেন তার সাথে যায়, আপনার এমন কিছু থাকা লাগবে
  • একমপ্লিশমেন্ট থাকা লাগবে সিভিতে কাজের বর্ণনায়। অমুক প্রজেক্ট করেছি, সেটা দশ লাখ ডাউনলোড হইছে 
  • স্টেক ওভার ফ্লো থেকে আপ্লাই করতে পারেন, ভিসা স্পন্সর দেখা সহজ 
  • লিঙ্কইন জব থেকে আপ্লাই করতে পারেন, ভিসা / রিলোকেশন দেখতে হবে
  • ভালো কভার লেটার দিতে ভুলে গেলে চলবে না 
  • কোম্পানির কাজের প্রতি ইন্টারেস্ট দেখানো, আপনার যা করেন সেটা করাই আমার স্বপ্ন 
  • নিজেকে অল্প কোথায় তুলে ধরা। আমি আপানর কাজের জন্য এই কারণে বেস্ট
  • কোডিং টেস্ট দিতে পারে। লিট্ কোড, হ্যাকার রেঙ্ক এ  বেসিক ১০০-১৫০ টা প্রব্লেম সল্ভ করলেই হয়।
  • প্রজেক্ট দিতে পারে, জীবনের সেরা কোড লিখার ট্রাই করতে হবে, টেস্ট কেস, গুড প্রাকটিস ইম্পরট্যান্ট
  • সময় মত কোড/প্রজেক্ট সাবমিট করা
  • প্রাইমারি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ স্কিল - ডাটা স্টাকচার, এলগোরিদম কমপ্লেক্সিটি
  • যেকোন ফ্রেম ওয়ার্ক স্কিল (জাভা হলে স্প্রিং) - ডাটাবেস স্কিল
  • গিট্ স্কিল
  • ডিজাইন প্যাটার্ন
  • এইচটিটিপি/ রেস্ট / এপিআই ডিজাইন স্কিল
  • কাজের ধরণ বুঝে আরো যা যা লাগে
  • ইংলিশ স্পিকিং / কমিউনিজকেশন
  • বেসিক স্মার্টনেস শো করতে পারেন


গুডলাক... যদি আরো কিছু কারো মনে আসে, আমাকে জানাতে পারেন। আমি পরে যুক্ত করে দিব।