Home
Programming
Job preparation
Song
Poem
German
Photography
Driving
আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে দেখতে আমি পাই নি
Share on Facebook
All song on Bangla
আগুনের দিন শেষ হবে একদিন
আমায় ডেকো না ফেরানো
আমায় ভাসাইলি রে, আমায় ..
আমার এটুক শুধু চাওয়া
আমার তো গল্প বলা কাজ
আমার পরান যাহা চায়
আমার সুয়াচান পাখি
আমার হিয়ার মাঝে লুকিয়ে ..
আমি কান পেতে রই
আমি খোলা জানালা
আমি তোমাকেই বলে দেবো
আলগা করো গো খোপার বাঁধন
এ জীবন তোমাকে দিলাম বন্ধু
এ হাওয়া, আমায় নেবে কত দূরে
এসো হে বৈশাখ
ও আমার উড়ল পঙ্খী রে
ওরা মনের গোপন চেনে না
ওরে নীল দরিয়া
কিচ্ছু চাইনি আমি আজীবন ..
কৃষ্ণ পক্ষ, কালো পক্ষ
চম্পা পারুল যূথী টগর চামেলা
জলে ভাসা পদ্ম আমি
তুমি আকাশের বুকে বিশালতার উপমা
তুমি আমায় করতে সুখী জীবনে
তুমি এসেছিলে পরশু
তুমি খাঁচা হলে আমি হবো পাখি
তুমি মোর জীবনের ভাবনা
তোমাকে বুঝিনা প্রিয়
তোমাকে মনে পরবে যখনই জোছনা ..
দাঁড়ালে দুয়ারে মোর
নদী ভরা ঢেউ
পাখি রে, তুই দূরে থাকলে
পৃথিবীতে সুখ বলে
প্রিয় এমন রাত যেন যায় না বৃথাই
প্রিয়তমা
ফিরবনা আর ঘরে
বাড়ির পাশে আরশি নগর
বুলবুল পাখি ময়না টিয়ে
ভুলে যেও আমাকে
ভ্রমর কইয়ো গিয়া
মন আমার তোর কিনারে
মোর প্রিয়া হবে এসো রাণী
মোরঘুমঘোরে এলে মনোহর
যদি হিমালয় হয়ে দুঃখ আসে
রাজা রাণীর ভালো হোক
রূপের ঐ প্রদীপ জ্বেলে কী ..
লোকে বলে বলেরে
সব আলো নিভে যাক আঁধারে
সব আলো নিভে যাক আঁধারে
সে আমারে আমার হতে দেয় না
হলুদ গাঁদার ফুল, রাঙা পলাশ ফুল
হৃদয়ের এ কূল, ও কূল, দু কূল ..
আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে দেখতে আমি পাই নি।
তোমায় দেখতে আমি পাই নি।
বাহির-পানে চোখ মেলেছি, আমার হৃদয়-পানে চাই নি॥
আমার সকল ভালোবাসায় সকল আঘাত সকল আশায়
তুমি ছিলে আমার কাছে, তোমার কাছে যাই নি॥
তুমি মোর আনন্দ হয়ে ছিলে আমার খেলায়–
আনন্দে তাই
…