ক্রিয়াপদ বা ভার্ব
জার্মান ভাষার একটা বাক্যে সাবজেক্ট তার ভার্বকে পরিবর্তন করে(সাবজেক্ট এর ধরন অনুযায়ী ভার্ব পরিবর্তিত হয়)। ইংলিশ এএই জিনিষটা আছে কিন্তু খুব অল্প পরিমাণে, জার্মানে ব্যাপক আকারে দেখা যায়। যেমন,
English | German |
Is | Sein
|
Come
| Kommen
|
Do
| Machen
|
তারমানে হচ্ছে প্রতিটা ভার্ব (প্রেজেন্ট টেন্স) তার সাবজেক্ট এর উপর ভিত্তি করে ছয় রকম হতে পারে। এখানে প্যাটার্ন আছে মনে রাখার জন্য। যেমন, যদি ভার্ব এর ইনফিনিটিভ ফর্ম হয় kommen
- ich এর জন্য শেষের n বাদ দিয়ে হয় komme
- Du এর জন্য en বাদ দিয়ে -st যুক্ত করতে হয় kommst
- Es/Sie/Es এর জন্য en বাদ দিয়ে -t যুক্ত করতে হয় kommt
- Wir ইনফিনিটিভ ফর্ম এ থাকে kommen
- Ihr অধিকাংশ সময় en বাদ দিয়ে -t যুক্ত করতে হয়, অনেকটা er/sie/es এর মত kommt
- Sie/sie ইনফিনিটিভ ফর্ম এ থাকে - kommen