Blog top image

জায়গার নাম


জার্মানি ছাড়াও অস্ট্রিয়া এবং সুইজারল্যান্ডে ব্যাপকভাবে জার্মান ভাষা ব্যাবহার হয়। তাছাড়াও  আফ্রিকা, সাউথ আমেরিকাতে এবং আমেরিকার কিছু অংশ জার্মান ভাষায় কথা বলে। 

জার্মান ভাষায় ভিবিন্ন দেশের নাম জার্মানরা তাদের মত করে বানান ও উচ্চারণ করে থাকে। তারা অন্য কে, কিভাবে উচ্চারণ করে তার ধার ধারে না। তারা শুধু জায়গার নাম পরিবর্তন করেই ক্ষান্ত দেয় নাই, তারা আবার অন্য ভাষাও তাদের মত করে উচ্চারণ করে। যেমন, 

ইংলিশজার্মান 
Bangladesh
Bangladesch (বাইচ্চা গেছি, খুব বেশি পরিবর্তন করে নাই) 
India
Indien
Austria
Österreich
Canada
Kanada
Czech Republi
Tschechien (এইডা কোন কথা!) 
Egypt
Ägypten
France
Frankreich