Latency And Throughput
ল্যাটেন্সি এবং থ্রোপুট হচ্ছে একটা সিস্টেম এর পারফর্মেন্স নির্ণয় করার পদ্বতি
Latency
- ল্যাটেন্সি হচ্ছে একটা সিস্টেমে একটা কাজ(অপারেশন) করতে কত সময় লাগে
- নেটওয়ার্ক এপ্লিকেশন এর ক্ষেত্রে একটা রিকোয়েস্ট সম্পন্ন হতে যে সময় লাগে তাই ল্যাটেন্সি
- ডিস্ক এর ডাটা রিড করার ক্ষেত্রে, ফর এক্সাম্পল ১০০ মেগাবাইট ডাটা রিড করতে ২৫০ms লাগে
- ল্যাটেন্সিকে মেজার করা হয় সময় এর এককে, সাধারণত মিলিসেকেন্ড বা সেকেন্ড
- ল্যাটেন্সি কম হলে ভালো
Throughput
- থ্রোপুট হচ্ছে একটা সিস্টেমে একক সময়ে কতগুলা কাজ(অপারেশন) করতে পারে
- নেটওয়ার্ক এপ্লিকেশন এর ক্ষেত্রে প্রতি সেকেন্ডে কতগুলা রিকোয়েস্ট সার্ভ করতে পারে
- থ্রোপুট বেশি হলে ভালো