The Core Law and its Corollaries


Original Lawবাংলা অনুবাদবাংলা ব্যাখ্যা
Anything that can go wrong will go wrong.যা ভুল হতে পারে, তা ভুল হবেই।এটাই মার্ফির প্রধান মন্ত্র। যদি কোনো খারাপ কিছু হওয়ার সামান্য সম্ভাবনাও থাকে, তবে সেটা ঘটবেই।
If there is a possibility of several things going wrong, the one that will cause the most damage will be the one to go wrong.যদি একাধিক ভুল হওয়ার সুযোগ থাকে, তবে যেটা সবচেয়ে বেশি ক্ষতি করবে, সেটাই ভুল হবে।বিপদের মান পরিমাপ করা হয় ক্ষতির মাত্রা দিয়ে।
Corollary: If there is a worse time for something to go wrong, it will happen then.উপ-সূত্র: যদি কিছু ভুল হওয়ার জন্য একটা চরম খারাপ সময় থাকে, তবে ঠিক তখনই সেটা ঘটবে।যেমন, ইন্টারভিউয়ের ঠিক পাঁচ মিনিট আগে গাড়ির তেল ফুরিয়ে যাওয়া।
If anything simply cannot go wrong, it will anyway.যে জিনিসটা কোনোভাবেই ভুল হতে পারে না, সেটাও ভুল হবেই।প্রকৃতির কাছে 'অসম্ভব' বলে কিছু নেই।
If you perceive that there are four possible ways in which a procedure can go wrong, and circumvent these, then a fifth way, unprepared for, will promptly develop.যদি চারভাবে ভুল আটকানোর চেষ্টা করেন, তবে পাঁচ নম্বর নতুন একটা ভুল আপনা-আপনিই তৈরি হবে।আপনি যত প্রস্তুতিই নিন না কেন, নিয়তি আপনার চেয়ে এক ধাপ এগিয়ে থাকবে।