কী দিলে আমায় তুমি


কি দিলে আমায় তুমি কেন আমার হাসি যে নাই, কি দিলে আমায় তুমি রঙিন কথা রাংতা পাতায় মুড়ে, ভালোবাসা তো নয়, কি দিলে আমায় তুমি। বুকের ঠিক এই খানেতে যেন ব্যাথার বাসা, কি জানি করলো মাতাল কিসের এত নেশা। নেশার ঘোরে দিনের আলো এখন কালোই মনে হয় - কি দিলে আমায় তুমি। ছিলাম আমি আপন মনে কোনো ক্ষতি করি তো নাই, তবে কেন এমন করে পথে বসালো রে আমায়। জীবনের দৌড়ে আমি মাথা ঠুকে মরবো নাকি? উড়ে যাবে খাঁচা ভেঙে এবার বুঝি প্রাণের পাখি, কি হবে আমার এখন বলো আমার কাছে আমি নাই। কি দিলে আমায় তুমি কেন আমার হাসি যে নাই, কি দিলে আমায় তুমি রঙিন কথা রাংতা পাতায় মুড়ে, ভালোবাসা তো নয় - কি দিলে আমায় তুমি