বিরাম বেড়ে অগাধ পানি
নাই কিনারা নাই তরণী পাঁড়ে,
বাঞ্ছা করে দেখবো তারি
কেমনে সেথায় যায়রে
আমি কেমনে সেথায় যায়রে
আমি এক দিনও না দেখিলাম তারে
কি বলবো পরশীর কথা
হস্ত পদ স্কন্ধ মাথা নাইরে
কি বলবো পরশীর কথা
হস্ত পদ স্কন্ধ মাথা নাইরে
ক্ষনিক থাকে শূন্যের উপর
ক্ষনিক ভাসে নীড়ে
ও সে ক্ষনিক ভাসে নীড়ে
আমি একদিন ও না দেখিলাম তারে