সম্ভাষণ
আস-সালামু আলাইকুম, Guten Tag। জার্মানরা সম্ভাষণ বলতে এবং শুনতে ভালোবাসে। আসলে সম্ভাষণ না বললে আপনাকে গরিব, ছোটলোক, অশিক্ষত ধরে নিবে। তাই নিজের সম্মান রক্ষার্থে তাদের সাথে সালাম-কালাম দিয়ে কথা বলাই ভালো। ইংলিশের সাথে যেহেতু ভাষার মিল বেশি, তাই তাদের সম্ভাষণ অনেকটা ইংলিশদের মতই
ইংলিশ | জার্মান |
hi, hello | Hallo(হালো)-ইনফর্মাল |
good morning | Guten Morgen(গুটেন মগেন) |
good afternoon | Guten Tag(গুটেন টাগ) - ফর্মাল |
good evening | Guten Abend(গুটেন আবেন্ড) |
good bye | Tschüss(চুজ) - ইনফরমাল, auf Wiedersehen(আউফ ভিদারজিন) - ফর্মাল |
* ফর্মাল মানে হচ্ছে অফিসে, ডাক্তার, শিক্ষক, উকিল, মুরুব্বিদের সাথে কথা বলার সময় যেভাবে বলেন / বাংলায় আপনি বলার মত
* ইনফর্মাল মানে হচ্ছে বাসায়, বন্ধুদের, জুনিয়র সাথে কথা বলার মত/ বাংলায় তুমি বলার মত
auf Wiedersehen