এক্সপোজার কি?
এক্সপোজার কি?
- এক্সপোজার হচ্ছে ছবিতে আলোর পরিমান
- এর উপর নির্ভর করে ছবি দেখে উজ্জ্বল বা আবছা হবে
- ছবি আবছা হলে তাকে এনএক্সপোজ্ড বলে
- অতি উজ্জ্বল হলে তাকে ওভার এক্সপোজড বলে
- আর মাঝামাঝি হলে তাকে প্রপারলি এক্সপোজড বলে
- এপারচার, শাটার স্পিড এবং আই এস ও দিয়ে এক্সপোজারকে এডজাস্ট করা যায়