The Pains of Programming and IT


ইংরেজি সূত্র (Original Law)বাংলা অনুবাদ (Bengali Translation)কৌতুকপূর্ণ বাংলা ব্যাখ্যা
If builders built buildings the way programmers wrote programs, then the first woodpecker that came along would destroy civilization.প্রোগ্রামাররা যেভাবে প্রোগ্রাম লেখেন, স্থপতিরা সেভাবে বাড়ি বানালে প্রথম কাঠঠোকরাই এসে সভ্যতা ধ্বংস করে দিত।প্রোগ্রামের দুর্বল ভিত্তির চরম কৌতুক!
To err is human, but to really foul things up requires a computer.ভুল করা মানুষের স্বভাব, কিন্তু জিনিসপত্র পুরোপুরি জগাখিচুড়ি পাকাতে হলে একটা কম্পিউটারের দরকার।মানুষ সামান্য ভুল করে, কম্পিউটার সে ভুলকে বিশাল বিপর্যয়ে পরিণত করে।
Any given program, when running, is obsolete.চলন্ত অবস্থায় যে কোনো প্রোগ্রামই সেকেলে (Obsolete)।আপনি কোড লেখা শেষ করার আগেই নতুন সংস্করণ এসে যাবে।
If it's not in the computer, it doesn't exist.কম্পিউটারে যদি না থাকে, তবে তার কোনো অস্তিত্ব নেই।ডিজিটাল যুগে সবকিছুর চূড়ান্ত সত্যতা যাচাইয়ের উপায় এটাই।
If you can't understand it, it is intuitively obvious.যদি আপনি এটি বুঝতে না পারেন, তবে এটি অবশ্যই স্বজ্ঞাতভাবে স্পষ্ট (Intuitively Obvious)।অর্থাৎ, এটা এত সহজ যে আপনার বোঝা উচিত ছিল, কিন্তু এটা আসলে জটিল।