নদী ভরা ঢেউ


ভরসা করি এ ভব কাণ্ডারী
হালটি ছাড়িয়া এখন দাও দাও রে

নদী ভরা ঢেউ বোঝ নাতো কেউ
কেন তরী নিজে বাও বাও রে (2)
ভরসা করি এ ভব কাণ্ডারী
ভরসা করি এ ভব কাণ্ডারী
হালটি ছাড়িয়া তারে দাও দাও রে

নদী ভরা ঢেউ বোঝ নাতো কেউ
কেন নিজে তরী বাও বাও রে
নদী ভরা ঢেউ

বাইতে জাননা কেন ধরো হাল
মনো মাঝি রে তুই বড়োই মাতাল
বুঝায়ে বলো তারে, যেতে হবে পারে
বুঝায়ে বলো তারে, যেতে হবে পারে
অবেলার বেলা পানে চাও চাও রে

নদী ভরা ঢেউ বোঝ নাতো কেউ
কেন মায়ার তরী বাও বাও রে
নদী ভরা ঢেউ