বটের ছায়া ঘরের দাওয়া সেই সে পুকুর পাড়,
ভালো থাকিস ভুলে থাকিস এই আছে বলার।
তোদের সাথে হয়ে গেলো এক জনমের আড়ি,
ছেড়ে এলাম বাড়ি,আমি ছেড়ে এলাম বাড়ি।
ফিরবনা আর ঘরে,
ফিরবনা আর ঘরে,
মন কাঁদিলে তোদের কুশল জানবো কেমন করে??
'' জানবো কেমন করে , জানবো কেমন করে , জানবো কেমন করে ''
একটু খানিক জানলা ভাঙা রোদে,
আমার ঘরে খেলবে আলো ছায়া।
রাখিস তুলে যাস রে ভুলে তোরা,
আমার জন্য লুকিয়ে রাখা মায়া।
হয়ে গেলো হয়ে গেলো এক জনমের আড়ি,
ছেড়ে এলাম বাড়ি,আমি ছেড়ে এলাম বাড়ি।
বটের ছায়া ঘরের দাওয়া সেই সে পুকুর পাড়,
ভালো থাকিস ভুলে থাকিস এই আছে বলার।
তোদের সাথে হয়ে গেলো এক জনমের আড়ি,
ছেড়ে এলাম বাড়ি,আমি ছেড়ে এলাম বাড়ি।
ফিরবনা আর ঘরে,
ফিরবনা আর ঘরে ,
মন কাঁদিলে তোদের কুশল জানবো কেমন করে??