হৃদয়ের এ কূল, ও কূল, দু কূল ভেসে যায়


All song on Bangla
হৃদয়ের  কূল কূলদু কূল ভেসে যায়
হায় সজনিউথলে নয়ন-বারি 

যে দিকে চেয়ে দেখি ওগো সখী,
যে দিকে চেয়ে দেখি ওগো সখী
কিছু আর চিনিতে না পারি
উথলে নয়ন-বারি
হৃদয়ের  কূল কূলদু কূল ভেসে যায়
হায় সজনিউথলে নয়নবারি

পরানে পড়িয়াছে টান,
ভরা নদীতে আসে বান 
আজিকে কী ঘোর তুফান সজনি গো
বাঁধো আর বাঁধিতে নারি,
বাঁধ আর বাঁধিতে নারি
হৃদয়ের  কূল কূলদু কূল ভেসে যায়
হায় সজনিউথলে নয়নবারি

কেন এমন হল গোআমার এই নব'যৌবনে
সহসা কী বহিলো কোথাকার কোন পবনে
আমার এই নবযৌবনে
হৃদয় আপনি উদাসমরমে কিসেরও হুতাশ
হৃদয় আপনি উদাসমরমে কিসেরও হুতাশ
জানি না কী বাসনাকী বেদনা গো..
কেমনে আপনা নিবারি,
কেমনে আপনা নিবারি
হৃদয়ের  কূল কূলদু কূল ভেসে যায়
হায় সজনিউথলে নয়নবারি
যে দিকে চেয়ে দেখি ওগো সখী,
যে দিকে চেয়ে দেখি ওগো সখী
কিছু আর চিনিতে না পারি
উথলে নয়ন-বারি
হৃদয়ের  কূল কূলদু কূল ভেসে যায়
হায় সজনিউথলে নয়নবারি