Blog top image

Latency And Throughput


ল্যাটেন্সি এবং থ্রোপুট হচ্ছে একটা সিস্টেম এর পারফর্মেন্স নির্ণয় করার পদ্বতি 


Latency

- ল্যাটেন্সি হচ্ছে একটা সিস্টেমে একটা কাজ(অপারেশন) করতে কত সময় লাগে 

- নেটওয়ার্ক  এপ্লিকেশন এর ক্ষেত্রে একটা রিকোয়েস্ট সম্পন্ন হতে যে সময় লাগে তাই  ল্যাটেন্সি

- ডিস্ক এর ডাটা রিড করার ক্ষেত্রে, ফর এক্সাম্পল ১০০ মেগাবাইট ডাটা রিড করতে ২৫০ms লাগে

ল্যাটেন্সিকে মেজার করা হয় সময় এর এককে, সাধারণত মিলিসেকেন্ড বা সেকেন্ড 

ল্যাটেন্সি কম হলে ভালো 


Throughput

- থ্রোপুট হচ্ছে একটা সিস্টেমে একক সময়ে কতগুলা কাজ(অপারেশন) করতে পারে 

নেটওয়ার্ক  এপ্লিকেশন এর ক্ষেত্রে প্রতি সেকেন্ডে কতগুলা রিকোয়েস্ট সার্ভ  করতে পারে 

থ্রোপুট বেশি হলে ভালো