Blog top image

লং এক্সপোজার


লং এক্সপোজার কি? 

  • লং এক্সপোজার হচ্ছে একটা ছবিতে অনেক বেশি সময় ধরে শাটার খোলা রেখে অনেক বেশি সময় ধরে আলো দিয়ে ছবি তোলা 
  • রাস্তায় গাড়ির লাইট বা ঝর্নার ছবি তোমার জন্য লং এক্সপোজার ব্যাবহার করা হয় 
  • আইফোনে লাইভ ফটো থেকে লং  এক্সপোজার ছবি পাওয়া যায়