Blog top image

ছবি দিয়ে গল্প বলা


স্টোরি টেলিং কি? 

  • প্রতিটা ছবির একটা উদেশ্য থাকবে 
  • ছবিতে একটা সাবজেক্ট থাকে - যে কিছু একটা বুঝাতে চাইবে 
  • এমনভাবে ছবি তোলা, যেন ছবিটা নিজেই গল্পটা বলে দেয় 
  • একটা ছবিতে বিভিন্ন কম্পোসজিশন, এঙ্গেল, লাইট ইত্যাদি  ব্যাবহার করে স্টোরি বলে দেয়া যায় 
  • এটা অনেকটা বাধ্য যন্ত্র দিয়ে সুর বাজানোর মত