Blog top image

ছবিতে আলোর ব্যাবহার


  • এক্সপোজার হচ্ছে প্রতি ইউনিট জায়গায় লাইটের পরিমাণ। অন্য কথায় ছবি কতটুকু উজ্জ্বল বা অনুজ্জ্বল
  • সূর্যাস্তের ১ ঘণ্টা আগে এবং সূর্যদয়ের ১ ঘণ্টা পরের সময়কে ছবি তোলার গোল্ডেন সময় বলে। এই সময় সূর্যের আলো অনেক নরম থাকে এবং আলো শুধুমাত্র একটা দিক থেকে আসে, তাই  চমৎকার ছবি তোলা যায়
  • সূর্যের উল্টা দিকে সাবজেক্ট রেখে ছবি তুললে সাবজেক্ট এ আলো বেশি পরে আবার সূর্যের দিকে সাবজেক্ট রেখে ছবি তুলেল সেলুলয়েড বা ডার্ক ছবি পাওয়া যায়।