Firepower and Logistics


Original Lawবাংলা অনুবাদবাংলা ব্যাখ্যা
Friendly fire ain't.'ফ্রেন্ডলি ফায়ার' (Friendly Fire) আসলে বন্ধুত্বপূর্ণ নয়।নিজেদের পক্ষের গুলিকেও বিশ্বাস করা যায় না।
The only thing more accurate than incoming enemy fire is incoming friendly fire.শত্রুর আগত গুলির চেয়েও বেশি নির্ভুল হলো নিজেদের পক্ষের আগত গুলি।নিজেদের ভুলের শিকার হওয়ার সম্ভাবনা বেশি।
The quartermaster has only two sizes, too large and too small.কোয়ার্টার মাস্টারের কাছে শুধু দুটি সাইজ থাকে—খুব বড় অথবা খুব ছোট।ঠিক মাপের কোনো সরঞ্জাম কখনওই পাওয়া যায় না।
The only time suppressive fire works is when it is used on abandoned positions.'সাপ্রেসিভ ফায়ার' (Suppressing Fire) শুধুমাত্র তখনই কাজ করে, যখন এটি পরিত্যক্ত অবস্থানের উপর ব্যবহার করা হয়।অর্থাৎ, যখন সেটা ব্যবহার করার কোনো দরকার নেই।
Incoming fire has the right of way.আগত গুলির (Incoming Fire) অগ্রাধিকার আছে।শত্রুর আক্রমণই সব মনোযোগ কেড়ে নেবে।