Laws of Time, Effort, and Nature


Original Lawবাংলা অনুবাদবাংলা ব্যাখ্যা
Nothing is as easy as it looks.কোনো কিছুই দেখতে যতটা সহজ, আসলে ততটা সহজ নয়।একটা সাধারণ কাজও করতে গিয়ে অপ্রত্যাশিত জটিলতা আসবেই।
Everything takes longer than you think.যে কোনো কাজে আপনার যতটা সময় লাগবে বলে মনে হয়, তার চেয়ে বেশিই লাগবে।সব সময় সময়ের মার্জিন বাড়িয়ে রাখুন—তাতেও কাজ হবে না।
Left to themselves, things tend to go from bad to worse.জিনিসপত্র নিজে থেকে খারাপ থেকে আরও খারাপের দিকে যেতে থাকে।সমস্যাগুলো সমাধান না করলে, সেগুলো নিজে থেকেই দ্বিগুণ হয়ে ফিরে আসে।
If everything seems to be going well, you have obviously overlooked something.যদি মনে হয় সব কিছু ঠিকঠাক চলছে, তবে আপনি নিশ্চিতভাবে কিছু একটা এড়িয়ে গেছেন।সাবধান! বিপদ লুকিয়ে আছে।
Nature always sides with the hidden flaw.প্রকৃতি সবসময় লুকানো ত্রুটির পক্ষ নেয়।সামান্যতম দুর্বলতা খুঁজে বের করে তাকে কাজে লাগায় প্রকৃতি।