Blog top image

Proxies


প্রক্সি কি?

একটা কাজ অন্যের হয়ে নিজে করে দেয়া হচ্ছে প্রক্সি। যেমন আমরা প্রায় শুনি "ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে আটক"। কম্পিউটার টেকনোলজিতে দুই প্রক্সি ধরনের প্রক্সি আছে 

১। ফরওয়ার্ড প্রক্সি বা প্রক্সি

২। রিভার্স প্রক্সি


ফরওয়ার্ড প্রক্সি বা প্রক্সি

- ফরওয়ার্ড প্রক্সি বা প্রক্সি হচ্ছে ক্লায়েন্ট থেকে একটা সার্ভারে কল করা হবে। সেই সার্ভার হচ্ছে প্রক্সি

- প্রক্সি সার্ভার  ক্লায়েন্টের হয়ে টার্গেট সার্ভারে রিকোয়েস্ট করবে

- প্রক্সির ফলে টার্গেট সার্ভার জানতে পারবে না সত্যিকার ক্লায়েন্ট কে 

- এখানে একটা সার্ভার  ক্লায়েন্ট এর হয়ে প্রক্সি দিচ্ছে 

- ভিপিএন প্রক্সি এর উদাহারন 


রিভার্স প্রক্সি

- ক্লায়েন্ট একটা সার্ভারকে কল দিবে, যাকে আমরা রিভার্স প্রক্সি সার্ভার বলি  

- রিভার্স প্রক্সি সার্ভার ক্লায়েন্ট এর কল টার্গেট সার্ভারে পাস করে দিবে 

- এখানে একটা সার্ভার অন্য সার্ভারের প্রক্সি দিচ্ছে

- ক্লায়েন্ট জানতে পারে না সত্যিকার টার্গেট সার্ভার কে 

- Nginx রিভার্স প্রক্সি সার্ভার এর উদাহারন