Blog top image

Storage


ডিস্ক 

- ডিস্ক বলতে বুঝায় HDD (hard-disk drive) অথবা  SSD (solid-state drive)

- মেশিনের  পাওয়ার চলে গেলেও  ডিস্কের ডাটা মুছে যায় না 

- ডিস্ককে অনেক সময় নন-ভোলাটাইলস্টোরেজ  বলে 


মেমোরি 

- মেমোরি  বলতে বুঝায় Random Access Memory (RAM)

- যে প্রসেস মেমরিতে ডাটা রাইট করে, সেই প্রসেস বন্ধ হয়ে গেলে মেমরির ডাটা আর থাকে না 


পারসিসটেন্ট স্টোরেজ 

- সাধারণত ডিস্ককে বুঝায় 

প্রসেস কোন একটা স্টোরেজ এ ডাটা রাইট করার পর সেই প্রসেস বন্ধ হয়ে গেলেও যদি ডাটা থাকে একসেস করা যায় তাহলে সেই স্টোরেজকেই পারসিসটেন্ট স্টোরেজ বলে