তোমাকে মনে পরবে যখনই জোছনা হাসে


All song on Bangla
শুধু শুধুই ভাবনাযেতে চাইলে যাও চলে যাওতবু কেনো এ কান্না?জানি ভালো থাকতেশুধু বলোনা ভুলতেচাইনা বাঁচার উপদেশদিন এমনই কাটবেখেয়ালের ফাঁদে
তোমাকে মনে পরবেযখনই জোছনা হাসেতোমাকে মনে পরবেযখনই আকাশ ভেঙে বর্ষা কাঁদে
যেই মোহের বন্যায়ভেসে যাওয়া ধন্য হলেতাতে পারিনি ভাসতেঅস্তিত্ব ভুলে, ভুলে
তাই বলোনা চলতেস্থবিরতাই সঙ্গী হলেমন পোড়াই থাকলেহতাশার ফাঁদে
তোমাকে মনে পরবেযখনই জোছনা হাসেতোমাকে মনে পরবেযখনই আকাশ ভেঙে বর্ষা কাঁদে
যে যায় যাওয়ার পথে দেয়াল হবার কোন স্বপ্ন নাইযতই কাঁদাও আমায়চলি একা পথে
তোমাকে মনে পরবেযখনই জোছনা হাসেতোমাকে মনে পরবেযখনই আকাশ ভেঙে বর্ষা কাঁদে
তোমাকে মনে পরবেযখনই জোছনা হাসেতোমাকে মনে পড়বেযখনই বর্ষা কাঁদে
তোমাকে মনে পরবেযখনই জোছনা হাসেতোমাকে মনে পরবেযখনই আকাশ ভেঙে বর্ষা কাঁদে