Blog top image

নাউন এবং জেন্ডার


জার্মান ভাষায় যত নাউন আছে,  সব কিছু হয় পুরুষ লিঙ্গ নয়ত স্ত্রী লিঙ্গ অথবা ক্লিব লিঙ্গের হবে কিন্তু লিঙ্গ থাকবেই। জার্মানিতে লিঙ্গ ছাড়া কোন নাউন এর  জন্ম হয় না। কথা ক্লিয়ার।  যেমন 

- der Vater und der Bruder (বাবা এবং ভাই) -  পুরুষ লিঙ্গ

die Mutter und die Schwester (মা এবং বোন ) - স্ত্রী লিঙ্গ

- das Baby und das Kind (বেবি এবং বাচ্চা ) -  ক্লীব লিঙ্গ

সব নাউন এর জন্য লিঙ্গ

মানুষের ক্ষেত্রে লিঙ্গ জিনিষটা বুঝা গেল কিন্তু রাস্তা-ঘাট, নদী-নালা, থালা-বাসন, জামা-কাপড় তাদের লিঙ্গ বুঝার কোন উপায় নাই। যে বা যারা জার্মান ভাষা বানাইছে, তারা যে জিনিষকে যে লিঙ্গ বলে দিছে, সেটাই তার লিঙ্গ। এখানে বুঝার কিছু নাই। জিনিষটা কি বুঝা গেছে? 


আরে ভাই লিঙ্গ ফিঙ্গ থাকলে থাকবে তাতে আমার কি?

আপনার কিছু না হলেও  der, die, das,  ein(একটি), mein(আমার) এদের লিঙ্গ নিয়ে অনেক সমস্যা আছে। যদি পুরুষ বাচক নাউন  হয় তাহলে ein আর যদি স্ত্রী বাচক নাউন হয় তাহলে eine বলতে হবে,  mein এর ক্ষেত্রেও সেম। পুরুষ বাচক শব্দও হলে mein আর স্ত্রীবাচক শব্দ হলে meine বলতে হবে। যেমন 

- eine Mutter und ein Vater (একজন  মা এবং একজন বাবা)

- mein Bruder und meine Schwester (আমার ভাই এবং আমার বোন)  

- ein Baby und mein Kind (একটি বেবি  এবং আমার বাচ্চা)  

হ্যাপি লিঙ্গ লার্নিং....