Home
Programming
Job preparation
Song
Poem
German
Photography
Driving
বাংলা
দাঁড়ালে দুয়ারে মোর
হলুদ গাঁদার ফুল, রাঙা পলাশ ফুল
এসো হে বৈশাখ
চম্পা পারুল যূথী টগর চামেলা
প্রিয় এমন রাত যেন যায় না বৃথাই
মোরঘুমঘোরে এলে মনোহর
কৃষ্ণ পক্ষ, কালো পক্ষ
সব আলো নিভে যাক আঁধারে
হৃদয়ের এ কূল, ও কূল, দু কূল ভেসে ..
বাড়ির পাশে আরশি নগর
আলগা করো গো খোপার বাঁধন
ভুলে যেও আমাকে
রাজা রাণীর ভালো হোক
আমি কান পেতে রই
আমার এটুক শুধু চাওয়া
ফিরবনা আর ঘরে
মন আমার তোর কিনারে
পৃথিবীতে সুখ বলে
আমার পরান যাহা চায়
ওরে নীল দরিয়া
লোকে বলে বলেরে
জলে ভাসা পদ্ম আমি
তোমাকে মনে পরবে যখনই জোছনা হাসে
ভ্রমর কইয়ো গিয়া
প্রিয়তমা
তুমি মোর জীবনের ভাবনা
নদী ভরা ঢেউ
এ হাওয়া, আমায় নেবে কত দূরে
এ জীবন তোমাকে দিলাম বন্ধু
বুলবুল পাখি ময়না টিয়ে
মোর প্রিয়া হবে এসো রাণী
তুমি আমায় করতে সুখী জীবনে
তুমি এসেছিলে পরশু
তোমাকে বুঝিনা প্রিয়
আমার তো গল্প বলা কাজ
তুমি খাঁচা হলে আমি হবো পাখি
ওরা মনের গোপন চেনে না
আমি তোমাকেই বলে দেবো
সে আমারে আমার হতে দেয় না
কিচ্ছু চাইনি আমি আজীবন ভালবাসা ..
আমায় ডেকো না ফেরানো
ও আমার উড়ল পঙ্খী রে
আমার সুয়াচান পাখি
আগুনের দিন শেষ হবে একদিন
আমায় ভাসাইলি রে, আমায় ডুবাইলি রে
যদি হিমালয় হয়ে দুঃখ আসে
সব আলো নিভে যাক আঁধারে
পাখি রে, তুই দূরে থাকলে
আমি খোলা জানালা
আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে ..
রূপের ঐ প্রদীপ জ্বেলে কী হবে তোমার
তুমি আকাশের বুকে বিশালতার উপমা